নাটোর থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার,আটক২

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ | ৩:৫০ অপরাহ্ণ

নাটোর থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার,আটক২
apps

নাটোর থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল সিরাজগঞ্জ ও ঢাকা থেকে উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশ। এসময় সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ৩১ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, আদালত চত্বর ও কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়।

এই তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় সদর থানায় মামলা হলে জেলা পুলিশ সিরাজগঞ্জ ও ঢাকা থেকে বুধবার রাতে নাটোরের তিনটি মোটরসাইকেলসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে জেলা পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় সিরাজগঞ্জ সদর উপজেলার গোটিয়ার এলাকার সুমন এবং একই জেলার কামারখন্দ উপজেলার রাজু শেখকে।

পুলিশ সুপার আরও বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেল আইনি প্রক্রিয়ায় মালিকদের কাছে ফেরত দেয়া হবে।

Development by: webnewsdesign.com