নাটোরে ১০ বছরের এক শিশুকে নৌকায় তুলে ৪ যুবক মিলে বলাৎকার

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | ৫:০৩ অপরাহ্ণ

নাটোরে ১০ বছরের এক শিশুকে নৌকায় তুলে ৪ যুবক মিলে বলাৎকার
ফাইল ছবি
apps

নাটোরের লালপুরে ১০ বছরের এক শিশুকে নৌকায় তুলে ৪ যুবক মিলে বলাৎকার ও ভিডিও চিত্র ধারণ করেছে। গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে এ ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় ৪ অক্টোবর রাতে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার বেলা ৩টার দিকে অভিযুক্ত নওপাড়া গ্রামের রেজাউলের ছেলে শিশির (১৭) কে গ্রেপ্তার করে।

শিশুটির বাবা জানান, গত ২৭ তারিখ বিকেলে তার ছেলে (১০) বন্ধুদের সঙ্গে নওপাড়া গ্রামের পাশে পদ্মানদীর ধারে খেলতে যায়। এ সময় একই এলাকার মুস্তাকের ছেলে মাহাফুজ, রান্টুর ছেলে রিমন আলী, আব্দুর রহিমের ছেলে সেলিম, রেজাউলের ছেলে শিশির তার ছেলেকে জোরপূর্বক মুখ চেপে ধরে নৌকায় নিয়ে পালাক্রমে বলাৎকার করে। এ সময় শিশির বলাৎকারের ভিডিও ধারণ করে। শেষে শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় তারা। পরে সন্ধ্যায় ছেলে বাড়ি এসে বাবাকে বিষয়টি জানায়।

শিশুটির বাবা এলাকার গণ্যমান্য ও মাতব্বরদের কাছে এর বিচার দাবি করেন। পরে ৩০ সেপ্টেম্বর দুড়দুড়িয়া ইউপি সদস্য আলতাফ হোসেনের নিকট একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু শিশুটিকে বলাৎকারের ভিডিও উদ্ধার করলেও বিষয়টি মীমাংসার জন্য কালক্ষেপণ করা হয়।

শিশুটির বাবা গত ২ সেপ্টেম্বর ছেলেকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং স্থানীয়ভাবে বিচার না পাওয়ায় ৪ অক্টোবর লালপুর থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ওই ভিডিওটি দেখেছেন। তবে নানা কারণে সালিস করা সম্ভব হয়নি।

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুর রাজ্জাক জানান, শিশুটিকে বলাৎকার করা হয়েছে। লালপুর থানার ওসি সেলিম রেজা সাংবাদিকদের জানান, অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে শিশিরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

Development by: webnewsdesign.com