নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বুধবার, ২৮ অক্টোবর ২০২০ | ৩:১৮ অপরাহ্ণ

নাটোরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
apps

নাটোরের বড়াইগ্রামে উপজেলার নগর ইউনিয়নের তালশো এলাকায় আগুনে পুড়ে রঞ্জিতা বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে রাতের খাবার খেয়ে নাতী রমজান আলীকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়েন রঞ্জিতা বেওয়া। রাত দুইটার দিকে ঘরে আগুন দেখে দাদীকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে রমজান। কিন্তু ঘরের মালামাল বের করতে রঞ্জিতা বেওয়া পুনরায় ঘরে ঢুকে আটকে যান। এলাকাবাসী গিয়ে আগুন নেভানোর পর ভস্মীভূত ঘর থেকে রঞ্জিতার পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নাটোরের পুলিশ সুপার বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com