নাটোরের যুবতীসহ ২ জনের লাশ উদ্ধার

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১ | ৬:১০ অপরাহ্ণ

নাটোরের যুবতীসহ ২ জনের লাশ উদ্ধার
apps

নাটোরের লালপুরে পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী (২২) ও শাহাদৎ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চষুডাঙ্গা এলাকার এক ফসলি মাঠ ও পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। এদের মধ্যে শাহাদতের বাড়ি জেলার বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে লালপুর উপজেলার চষুডাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় বিলের মধ্যে গমের জমিতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তখন পার্শ্ববর্তী পাটিকাবাড়ি এলাকার রেল লাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবতীর লাশ পড়ে থাকেতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে দুইটি স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল দু’টি পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, দুইজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহত শাহাদতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে আর নিহত নারীর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে।

Development by: webnewsdesign.com