করোনার কারণে দীর্ঘ সাত মাস ঘরবন্দী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। এর মধ্যে পেয়েছেন বেশ ক’টি কাজের প্রস্তাব। অবশেষে নাটক দিয়ে অভিনয়ে ফিরছেন প্রিয়দর্শিনী খ্যাত এই চিত্রনায়িকা। নাম ‘ভক্ত’।মির্জা রাকিব রচনায় নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার।
নাটক প্রসঙ্গে মৌসুমী বলেন,গত শনিবার থেকে কক্সবাজারে এর শুটিং শুরু হয়েছে। বেশির ভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে। তারকাদের জন্য ভক্তরা নানা ধরনের উদ্ভট কাণ্ড ঘটিয়ে থাকেন। এমন একজন ভক্ত ও তারকার গল্প নিয়েই নাটকটি।
নির্মাতা তারেক শিকদার জানান,নাটকে মৌসুমী একজন তারকার চরিত্রে অভিনয় করছেন। আর তার ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। আরও আছেন শাহেদ শরীফ খান। খুব শিগগিরই এটি কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
এদিকে, মৌসুমী সবশেষ মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘অর্জন ৭১’র শুটিংয়ে অংশ নেন। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই ছবিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। ছবিতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ। শিগগিরই এর বাকি অংশের কাজ শুরু হবে বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com