নাজমিন বাচঁতে চায়

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ | ৫:৪৪ অপরাহ্ণ

নাজমিন বাচঁতে চায়
apps

নাজমিন আক্তার। অবিবাহীত নাজমিনের বর্তমান বয়স ৩৪ বছর হলেও ১৫ বছর বয়স থেকে সে অসুস্থ অবস্থায় জীবনযাপন করছে। তার অসুস্থতার কারণেই আজও হয়নি নতুন সংসার গড়ার স্বপ্ন। হৃদরোগ ও তার হার্ডের ভেতরে ছিদ্র থাকার কারণে দীর্ঘদিন ধরে চলে আসছে তার চিকিৎসা।

সিলেট গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামে জন্মগ্রহনকারী নাজমিন ৬ ভাই বোনের মধ্যে ২য়। নাজমিনের বাবা নেই। অসহায় মা আর ভাই বোন তার চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। সর্বশেষ ঢাকার জাতীয় হার্ড ফাউন্ডেশনের হৃদরোগ বিভাগের চিকিৎসক জেসমিন হোসাইনের তত্যাবধানে নাজমিন চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করলেও ঢাকায় গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন তার পরিবার। চিকিৎসাবিহীন অবস্থায় দিন দিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে নাজমিন। সে বাচঁতে চায়। নাজমিনের পরিবারের সদস্যরা সমাজের হৃদয়বানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

নাজমিন আক্তারকে সাহায্যে পাঠানোর ঠিকানা- বিকাশ পারসনাল- ০১৭১২-২৪৭৬১৮। নাজমিন আক্তারের ভাই আব্দুল মালিকের ব্যাংক একাউন্ট নং- ৪৩২৭১০১০০৫৯৫৮, পূবালী ব্যাংক, হেতিমগঞ্জ শাখা, সিলেট। প্রেস-বিজ্ঞপ্তি।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এম এ মালেক নিউজ/এসআরসি-০৬

Development by: webnewsdesign.com