নাগরী ইউপিঃ চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার মৃত্যু

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৪৩ অপরাহ্ণ

নাগরী ইউপিঃ চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার মৃত্যু
apps

কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির মিয়া আর নেই [ইনালিল্লাহি ………..রাজিউন]।
আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ভোর ৪ টা ৩৪ মিনিট ঢাকা ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগ ভুগছিলেন। মত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কণ্যা সন্তান রেখে গেছেন। মঙ্গবার আসরের নামাজর পর তার জানাজার নামাজ উপজলার নাগরী ইউনিয়নের বড়কাউ তার নিজ বাড়ি সংলগ মাঠে অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুত সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমত্রী মেহের আফরোজ চুমকি এমপি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষকসহ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।

Development by: webnewsdesign.com