নাগরপুরে সহবতপুর ইউনিয়নে দুর্ধর্ষ চুরি

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | ১০:০৭ অপরাহ্ণ

নাগরপুরে সহবতপুর ইউনিয়নে দুর্ধর্ষ চুরি
apps

টাগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। গত ২০ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকার সময় কোকাদাইর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী দোলন চাপার (৩০) বাড়িতে এ চুরি ঘটনা ঘটে।গৃহিনী দোলন চাপা সাংবাদিকদের বলেন, ঘটনার রাতে আমি আমার দুই মেয়ে মার্জিয়া, দিনা ও ভাতিজী তিথি সহ একত্রে ঘুমাই।

হঠাৎ গভীর রাতে ভাতিজী তিথীর চিৎকারে ঘুম ভাঙ্গলে দেখি অজ্ঞাত চোর ঘরের সিধ ও টিনের বেড়া কেটে দুটি মোবাইল সেট ও স্বর্নালংকার চুরি করে নিয়ে গেছে। এ চুরির ঘটনায় নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান,চুরির ঘটনায় বাদির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Development by: webnewsdesign.com