টাংগাইলের নাগরপুরে সরকারি যাকাত ফান্ড থেকে দুস্থ,অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরণ করা হয়েছে।রবিবার( ২৪ এপ্রিল), ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখা উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ ( নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ রবিউল ইসলাম, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান সহ অন্যান্যরা।
Development by: webnewsdesign.com