টাংগাইলের নাগরপুরে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সোমবার (৫ অক্টোবর) উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার(ভূমি) তারিন মসরুর, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় এমপি টিটু বলেন,নাগরপুরকে শতভাগ ভাতাভোগী উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড যেন সঠিক ভাবে বাস্তবায়ন হয় সেদিকে লক্ষ্য রাখতে সরকারি কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সাংসদ টিটু। এর আগে নবাগত নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান সাংসদ টিটুকে ফুলেল শুভেচ্ছা জানান।
Development by: webnewsdesign.com