টাঙ্গাইলের নাগরপুরে বড় বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন দুয়াজানি গ্রামে।
গত রবিবার (১ আগষ্ট)আনুমানিক বিকেল সাড়ে ৬ টার দিকে দক্ষিণ দুয়াজানি গ্রামের মোঃ মুক্তার শিকদার তার আপন বড় বোন রেনু বেগম (৫৮)কে জমিসংক্রান্ত বিরোধের জেরে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে। বর্তমানে রেনু বেগম নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ হামলার ঘটনায় আহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামি করে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের করছেন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়,আহত রেনু বেগম কে তার পিতা মৃত মোসলেম শিকদার দুয়াজানি মৌজায় ২.৫ শতাংশ জায়গা সাব কবলা দলিল করে দেয়। উক্ত জায়গায় রেনু বেগম পরিবার সহ ১৫ বছর ধরে বসবাস করছেন।কিন্তু রেনু বেগমের আপন ছোট ভাই মোঃ মুক্তার শিকদার বড় বোনের জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে।
এ জমি সংক্রান্ত বিরোধের জেরে গত রবিবার মুক্তার শিকদারগং রেনু বেগম ও তার পরিবারের উপর হামলা চালায়। এ হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে রেনু বেগম ও তার ছেলে কাউছার হোসেন বর্তমানে নাগরপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।
এবিষয়ে নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Development by: webnewsdesign.com