টাঙ্গাইলের নাগরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যমুনা ব্যাংকের অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এসময় মন্ত্রীপরিষদ সচিব বলেন, আমি নাগরপুরের সন্তান। আমি নাগরপুরের সার্বিক উন্নয়নে আপনাদের পাশে আছি।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদ সচিবের সহধর্মিনী ও তথ্য মন্ত্রণালয়ের সচিব বেগম কামরুন্নাহার, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, গণমাধ্যমকর্মী সহ অন্যান্যরা।
Development by: webnewsdesign.com