টাঙ্গাইলের নাগরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উদযাপন হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) নাগরপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ প্রতি মন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকট গৌতম চক্রবর্তী।
বাবু গৌতম চক্রবর্তী বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ, নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি পালন করছে (বিএনপি)
এউপলক্ষে নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।
১৯৭৫ সালে ৭ নভেম্বর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সেনাপ্রধান জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ফনির হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম দিপন, সিঃযুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাভলু, নাজমুল হক স্বাধীন, ইকবাল কবির, উপজেলা শ্রমিক দলের সাঃসম্পাদক মোঃ রফিজ উদ্দিন, ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম সিঃসহ সভাপতি গোলাম মোস্তফা, আবুল বাশার, সাদিকুর রহমান, নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল-সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ ও গণমাধ্যম কর্মী।
Development by: webnewsdesign.com