টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারীতে পানিতে ডুবে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মো. হাবিব মিয়া (৩) ও সোমিয়া (২) নামে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত হাবিব উপজেলার পোষ্টকামারী গ্রামের মোঃ শফিকুল মিয়ার ছেলে ও সোনিয়া একই গ্রামের ওহাব আলীর মেয়ে। সম্পর্কে হাবিব চাচা ও সোমিয়া ভাতিজি।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাবিব ও সোমিয়া বাড়ির পাশে খেলতে যায়। খেলাধূলার ফাঁকে বাড়ির পাশের ডোবার মধ্যে বেধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে হাবিবের ফুপু রোজিনা ডোবায় তাদের নিথর দেহ ভাসতে দেখে ডোবার পানি থেকে পাড়ে তুলে আনে।
পরে দ্রুত তাদেরকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিব ও সোমিয়াকে মৃত ঘোষনা করেন। ডাক্তার বলেন, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Development by: webnewsdesign.com