টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩ -২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার নাগরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করেছেন টাঙ্গাইল ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো: গোলাম মাসুম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা,নাগরপুর থানার পুলিশ পরিদর্শক হাসান জাহিদ সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ খিজির, কেএম সুজন, ইউসুফ হোসেন লেলিন প্রমুখ।
Development by: webnewsdesign.com