টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর),ঘটনাটি ঘটেছে উপজেলার বেকড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামে। হামলার ঘটনায় আহতরা হলেন মুসুরিয়া গ্রামের আলী আজগর খান(৬০),নাসিমা(৫০), বীণা খাতুন(২৩)।বর্তমানে আহতরা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ সময় হামলার শিকার আজগর খান সাংবাদিকদের বলেন,আমি নাসির মাস্টারের বাড়িতে দাওয়াত খেতে যাই। দাওয়াত খাওয়া শেষে আমি আমার নিজ বাড়ির পালানে কাজ করছিলাম। শুক্রবার সন্ধ্যা অনুমান পাঁচ টার সময় ঐ এলাকার বিপুল,রিপন,ইলিয়াস নৌকার পোস্টার ছিড়ার মিথ্যা অপবাদ দিয়ে আমার বাড়ির দরজা ভেঙ্গে আমার স্ত্রী, দুই মেয়ে সহ আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমি কিছলু চেয়ারম্যানের প্রতিষ্ঠানে চাকরি করি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নাগরপুর থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
Development by: webnewsdesign.com