নাক বন্ধ শীতে ?

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | ৫:৩০ অপরাহ্ণ

নাক বন্ধ শীতে ?
apps

শীতে নাক বন্ধ হওয়া একটি বড় সমস্যা। নাকে এলার্জির সমস্যা, ভাইরাস সংক্রমণ, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে ঠাণ্ডা সর্দি বাদেও সাইনুসাইটিসের সমস্যা হয়। শীতে এই প্রকোপ আরও বাড়ে। তখন নাক বন্ধ হতে পারে। এর লক্ষণ ও উপসর্গ শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পারলে সমস্যা হওয়ার কথা নয়।

তাহলে এর লক্ষণ কি?

নাক থেকে ঘন, হলুদাভ শ্লেষ্মা বের হওয়া। একইসঙ্গে জ্বর থাকা।
নাকের চারপাশে ব্যথা করে।

চোখের নিচে কিংবা কপালে ফোলাভাব থাকে।
নিঃশ্বাস নিতে কষ্ট হয়।

মাথাব্যথার পাশাপাশি দাঁতেও ব্যথা হয়।
ঘ্রাণশক্তি হ্রাস পায়।

কানের ভেতরে বন্ধ বন্ধ অনুভব হয়।
হুডিতে মানাবে শীতহুডিতে মানাবে শীত

শীতে কিভাবে সতর্ক থাকবেন?

রাতে কিংবা ভোরে কান-মাথা-গলা ঢেকে বের হতে হবে।
পায়ে মোজা পরে নিন।

ধুলাবালি থেকে দূরে থাকুন। প্রয়োজনে মাস্ক পরুন।
অ্যালার্জির কারণ জেনে নিন।

অনেকক্ষণ ঠাণ্ডা পানি ঘাটাঘাটি করবেন না।
যেকোনো ধোয়া থেকে দূরে থাকুন।

যদি নাক বন্ধ হয়?

গরম পানির ভাপ নিন। দিনে অন্তত দুবার এমন করুন। গরম পানিতে মেনথলের দানা মিশিয়ে নিলে আরাম পাবেন।

এমন অসুখে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন। তবে মাত্রাতিরিক্ত কখনই নয়।
বাজার চলতি ড্রপ ব্যবহার করলেও দীর্ঘদিন করবেন না। কারণ ঘ্রাণশক্তি কমে যেতে পারে।

Development by: webnewsdesign.com