নর্থ ইষ্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৮তম ব্যাচের ওরিয়েন্টেশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | ৬:৪৯ অপরাহ্ণ

নর্থ ইষ্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৮তম ব্যাচের ওরিয়েন্টেশন
apps

নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, মেডিকেল শিক্ষার্থীদের শৃঙ্খলা-সময়ানুবর্তিতা, নৈতিকতা, টিমওয়ার্ক ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধাবোধ এসব গুণাবলি ধারণ করে নিজেকে একজন আদর্শ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নর্থ ইষ্ট মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, আজকের এই নবাগতরা আমাদের স্বপ্ন, তারা হবে ভবিষ্যতের মানবসেবী চিকিৎসক ও সমাজের অগ্রদূত। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সেরা প্রতিষ্ঠানকেই বেচে নিয়েছ। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর নেন। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান, অধ্যাপক ডাঃ সৈয়দ মূসা এম.এ কাইয়ুম।

এছাড়া দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের মতো অনুষ্ঠানে এই ব্যাচের শুভ সূচনা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে উদ্বোধন করেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এনাটমি বিভাগের লেকচারার ডাঃ পল্লবী চক্রবর্তী এবং বায়োকেমিস্ট্রি বিভাগের লেকচারার ডাঃ মহসিন আহমদ কামরান। ২য় পর্বের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা মামুনুর রশীদ চৌধুরী।
স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান (মেডিসিন বিভাগ) অধ্যাপক ডাঃ এ.এফ.এম নাজমুল ইসলাম।

কলেজ পরিচিতি বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম। সভায় শিক্ষক মন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ হামিদা খাতুন, বিভাগীয় প্রধান, এনাটমি বিভাগ, অধ্যাপক ডাঃ মাহমুদা কামরুন নাহার, বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, অধ্যাপক ডাঃ সৈয়দা উম্মে ফাহমিদা মালিক, বিভাগীয় প্রধান, বায়োকেমিস্ট্রি বিভাগ, অধ্যাপক ডাঃ মোহাম্মদ সামছুল আলম, বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন বিভাগ ও অধ্যাপক ডাঃ অভিজিৎ দাস, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ। পরিচালক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা, বিভাগীয় প্রধান, গাইনী এন্ড অবস্ বিভাগ ও জনাব আবু আহমেদ সিদ্দিকী, পরিচালক, নর্থইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ।

এছাড়াও বক্তব্য রাখেন রক্তদাতা সংগঠন “জীবন” এর সভাপতি ডাঃ আব্দুর সাকুর স্বপন। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২৭তম ব্যাচের শিক্ষার্থী আদ্রিতা শৈলী তালুকদার ও গোপাল গোপ্তা এবং নবীন ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম সিফাত, ইসরাত জাহান ইশা প্রমুখ। অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপন করেন।

Development by: webnewsdesign.com