নরসিংদী পাসপোর্ট অফিসে অভিযান, আটক ৪

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৯:২১ অপরাহ্ণ

নরসিংদী পাসপোর্ট অফিসে অভিযান, আটক ৪
apps

নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল প্রতিরোধ অভিযানে চার জনকে আটক করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদীর বাসাইলের ভাগদী এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর মো. শাহরুখ খান। আটককৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আব্দুল মিয়ার ছেলে নজরুল ইসলাম, একই এলাকার সোনা মিয়ার ছেলে রিয়াজুল, রাঙ্গামাটি এলাকার আব্দুল খালেকের ছেলে আমীর বাদশা ও ভাগদী এলাকার আব্দুল হক খন্দকারের ছেলে মাঈনুদ্দিন।আটককৃতদের কাছ থেকে পাসপোর্ট আবেদনের সত্যায়িত করার সিল ও কালিসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।এছাড়াও পাসপার্ট অফিসের কর্মচারী পুনম চন্দ্র দাস কর্তৃক দালালদের সহায়তা করার দায়ে কারণ দর্শানোর জন্য পাসপোর্ট কর্মকর্তাকে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। অভিযানের সময় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মানিক চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com