নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয় ভাংচুর, লুটপাটের ঘটনায় প্রতিবাদ সভা ও অভিযুক্তদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিসে ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয় ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ সভা ও অভিযুক্তদের গ্রেফতার দাবীতে এই সংবাদ সম্মেলন করা হয়।
এসময় বক্তারা লিখিত বক্তব্যে বলেন, গত ৭ নভেম্বর সকালে কাজিরচর চরকা টেক্সটাইলের সামনে স্থানীয় আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়টি জমিসংক্রান্ত জের ধরে ডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য সালাউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভাংচুর ও লুটপাট করে। শুধু তাই নয়, কার্যালয়টিতে থাকা মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি গুলোও ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।
এ ঘটনায় গত ১০ নভেম্বর ডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. আল-আমিন মিয়া বাদী হয়ে সালাউদ্দিন মেম্বারকে প্রধান আসামী করে ও ৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকার পরও আসামীরা প্রকাশ্যে ঘুরাঘুরি করে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।
এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করে সঠিক তদন্তপূর্বক অভিযুক্ত আসামীদেরকে গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করা হয়। এসময় ঘটনার নিন্দা জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজাহার খন্দকার,ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল মিয়া, ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাজন আহম্মেদ ও ডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি-সম্পাদকরা।
Development by: webnewsdesign.com