নরসিংদী জেলা আ’লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৭:১৩ অপরাহ্ণ

নরসিংদী জেলা আ’লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি
apps

নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঞাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা কাজী আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Development by: webnewsdesign.com