নরসিংদীর শিবপুরে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় সোহাগ পরিবহন বাসের চাপায় এক নারী পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামারটেক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৫৫) শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের মেজবাহ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীরা জানান, ফাতেমা বেগম রাস্তা পারাপারের সময় সিলেটগামী সোহাগ পরিবহন অন্য আরেকটি গাড়ীকে ওভারটেক করার সময় এই দূর্ঘটনা ঘটে। ও নারীকে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে বারিচা এলাকা থেকে বাসটি আটক করে। এসময় ঘটনাস্থলেই পথচারী ফাতেমা বেগম নিহত হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
এসময় ঘাতক বাসটি আটক হলেও চালক পালিয়ে যায়। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নূর হায়দার তালুকদার বলেন, ফাতেমা বেগম তার মেয়ের বাড়ি থেকে কামারটেক হয়ে শিবপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহি বাস বেপরোয়া গতিতে অপর একটি গাড়ীকে পাশ কাটানোর সময় পথচারী ফাতেমা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বেলাব উপজেলা বারৈচা এলাকায় ঘাতক বাসটি আটক করে। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Development by: webnewsdesign.com