নরসিংদীতে ডিবি পুলিশের হাতে ২ সন্ত্রাসী গ্রেফতার

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ৫:৩৩ অপরাহ্ণ

নরসিংদীতে ডিবি পুলিশের হাতে ২ সন্ত্রাসী গ্রেফতার
apps

নরসিংদীতে অস্ত্রসহ জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের হাতে দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) এসআই মাহমুদুল হাসান মারুফ, এসআই মাহমুদুল হাসান, এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৪:৩৫ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন উত্তর মুন্সেফেরচর সাকিনস্থ জনৈক আসাদ মিয়ার গ্যারেজের ভিতর হতে অস্ত্রধারী সন্ত্রাসী (১) মোহাম্মদ আলী (২৫), (২) মোঃ বশির সরকার (২০) দের একটি সচল পিস্তলসহ গ্রেফতার করেন।

আসামীদ্ব দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আসামী (১) মোহাম্মদ আলী (২৫), পিতা-শহিদ উল্লাহ, সাং- বংপুর, (২) মোঃ বশির সরকার (২০), পিতামৃত-আঃ হক, সাং- জয়মঙ্গল, উভয়থানা-শিবপুর, জেলা-নরসিংদী।

উদ্ধারকৃত আলামত (১) একটি সচল পিস্তল, যাহাতে ম্যাগজিন সংযুক্ত। যাহার বাটসহ দৈর্ঘ্য ০৭ (সাত) ইঞ্চি। এ ঘটনায় শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Development by: webnewsdesign.com