নবীনগর মিরপুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১ | ৪:৫৪ অপরাহ্ণ

নবীনগর মিরপুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
apps

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদের এর পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ১১০টি শীতবস্ত্র বিতরন করা হয়।শিবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মিরপুর গ্রামের অসহায় পরিবার গুলোর মাঝে রবিবার (১৭ জানুয়ারি) তারিখে মিরপুর শিশু কিশোর মডেল একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্টানে এই শীতবস্ত্রগুলো বিতরন করা হয়।মিরপুর গ্রামের সারা বিশ্বের যত প্রবাসী রয়েছে সকলের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনটির পক্ষ থেকে গতবছর থেকেই এই ধরনের সামাজিক কার্যক্রমে যুক্ত হতে দেখা যাচ্ছে।গত করোনা মহামারিতেও নিজেদের দায়িত্ববোধ থেকে তারা অসহায় মানুষদের পাশে দাড়িয়ে গ্রামে আলোড়ন সৃষ্টি করেছিল।

মোস্তাক আহাম্মদ ম্যানেজারের সভাপতিত্বে মোহাম্মদ খাইরুল এনাম এর সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরন ও মিলাদ ও দোয়ার মাহফিলে সুদূর কাতার থেকে ভিডিও কলে বক্তব্য দেন সংগঠনটির প্রবাসী শাখার সভাপতি আমিনুল ইসলাম বাধন।এসময় উপস্থিত ছিলেন আবু নাছার মেম্বার,হারুনুর রশিদ সরকার,আমির খুসরু,বাবুল সর্দার,আজিজুল হক মাষ্টার,রমাজান আলী কালন,সোরাফ মিয়া,আবু তাহের মিয়া,হাজী জিল্লুর রহমান,আতিকুর রহমান,মনির হোসেন মাষ্টার,সংগঠনের প্রবাসী শাখার যুগ্ম আহবায়ক রাশেদ আলম সরকার,জাহাঙ্গীর আলম মাষ্টার,আল আমিন সরকার,গোলাম মুস্তফা,রুমন সরকার ও সংগঠনের সকল নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রবাসী সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন,প্রবাসীদের এই উদ্যোগ অত্যান্ত সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখে।এই মুহুর্তে খেটে খাওয়া মানুষগুলো শীতে খুবই কষ্টে দিনাতিপাত করছে ফলে শীত উপলক্ষে প্রবাসীদের দেওয়া শীতবস্ত্রগুলো তাদের জন্য খুবই উপকারে আসবে।আশা করি ভবিষ্যতেও তাদের এই সামাজিক কার্যক্রম চলমান থাকবে।”

ভিডিও কলে প্রবাসী শাখার সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত সকলকে অনুষ্টানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,”আমরা আপনাদের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে গ্রামের উন্নয়নে অবদান রাখতে চাই।গ্রামে যাতে অসহায় ও হতদরীদ্র মানুষ না থাকে সেজন্য এই সংগঠন থেকে উদ্যোগ নেওয়া হবে।গ্রামের সুখে-দূঃখে থাকার জন্যই আমরা এই সংগঠন প্রতিষ্টা করেছি।মিরপুরকে এলাকায় একটি রোল মডেল গ্রাম হিসেবে প্রতিষ্টা করাই আমাদের মূল লক্ষ্য”

অনুষ্টানের সার্বিক সহযোগীতায় ছিলেন ডাঃমোজাম্মেল হক ও আবু আকাশ মিয়া।

এর আগে গত বছর ২০২০ সালে করোনার মহামারীতে মিরপুর গ্রামের সকল প্রবাসীরা একত্রিত হয়ে গ্রামের অসহায় ও হতদরীদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম অংশগ্রহন করার লক্ষে মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ নামক একটি সংগঠন প্রতিষ্টা করে।প্রবাস শাখার আমেরিকা প্রবাসী জয়দিল হোসেন,বেনজির আহাম্মদ বাদল,বাবুল সরকার,গোলাম জিলানী,মোশারফ হোসেন টিও,মোকাদ্দুস মিয়া,হাজী শামীম,শাহীন আলম,আনোয়ার হোসেন,আরিফ ব্যাপারী প্রমুখ প্রবাসীদের উপদেশ ক্রমে সংগঠনটির আত্মপ্রকাশ করে এবং সংগঠনটিকে সরকারী ভাবে নিবন্ধন করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Development by: webnewsdesign.com