ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা, বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোর রাতে এগঠনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
নিহত ব্যক্তিরা হলেন বড়িকান্দি গ্রামের মোস্তফা (৭০) জসু মিয়া (৬৫) এলাকাবাসী জানান ভোর রাতে আগুন লাগলেও,মস্তুফা ও জসু আগুন নিভাতে গেলে। নিচে বিদ্যুতের ছেড়া তার আছে তাদের দৃষ্টি গোচরে আসেনি। আগুনের লেলিখান চারিদিকে ছড়িয়ে পড়ে যায়।ঘরের মালামাল সহ তাদের মৃত্যু ঘটে।
Development by: webnewsdesign.com