হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সাহেব আলী চৌধুরী’র ভাড়া বাসায় হাত পা বাধাঁ অবস্থায় গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার( ৩১-জানুয়ারি) বিকাল সাড়ে ৫ ঘটিকায় এ ঘঠনা ঘটে। রসুলগঞ্জ বাজার কমিটি সভাপতি শেকুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সামাদুল হক চৌধুরী এসময় নবীগঞ্জ থানায় খবর দিলে ওসি ডালিম আহমেদ ঘটনা চলে আসেন ।
জানা- যায় সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের সবজু মিয়া দ্বিতীয় স্ত্রীর ছেলে জাকারিয়া ২৩ তার মা বাবার ইচ্ছে মতে উল্লেখিত পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আঃ রহিম এর মেয়ে রাজনা বেগম ১৮ কে তিন মাস আগে বিয়ে করে। কিছু দিন যাবৎ ঘাতক স্বামী জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করে।
ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরীর জানান ১ সপ্তাহ আগে ঘাতক স্বামী জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগম কে নিয়ে এই বাসায় উঠে ১ সাপ্তাহ এর ভিতর কোন ঝগড়া বিবাদ তিনি শুনেন নাই। নিহত রাজনা বেগম এর ভাই সুফি মিয়া জানান কোন কারণে তার বোন খুন হয়েছে তিনি কিছু জানেন না
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান হাত পা বাঁধা গলা কাটা অবস্থা পেয়েছি কিন্তু কোন কারণে খুন হয়েছে তা এখন জানা যায় নি, খুন হওয়া রাজনার স্বামীকে ঘটনা স্থলে না পেয়ে থাকে সন্ধেহ হয়েছে প্রাথমিক ভাবে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্ররণ করা হয়েছে।
Development by: webnewsdesign.com