নবীগঞ্জে সামিয়া টেলিশপ থেকে নিজের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে প্রেসাব করার কথা বলে উধাও পরে তাকে পৌর একালার সালামতপুর নামকস্থান থেকে তাকে আটক করা হয়। শেখ মোঃ খোকন মিয়া (৩০) নামের এক চোরকে। সে বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়ন বানিয়াচং নন্দি পাড়া গ্রামের মৃত এস কে জালাল আহমেদ এর ছেলে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার সালামপুর থেকে তাকে আটক করা হয়।সামিয়া টেলিসপের প্রোঃ মিজানুর রহমান বলেন, আমার দোকানে এসে তার নিজের নাম্বারে ১০ হাজার টাকা নেয়। পরে সে তার ফোন থেকে সিম খোলে পকেটে রেখে আমাকে বলে যে আমার ফোনে চার্জ শেষ একটু চার্জে লাগান।
পরে আমি চার্জে লাগানোর পর বলে আমি বাতরুম থেকে আসি আমি বললাম টিক আছে যাইন পরে সে বাতরুমে যায়। আমি ৫ মিনিট পর ফোনটি অন করে দেখি তার ফোনে চার্জ আছে। তারপর প্রতারকে খোজাখুজির পর দৈর্ঘ্য ১ ঘন্টা পর তাকে ছালামতপুর নামক স্থান থেকে ধরে আনা হয়।নবীগঞ্জ থানার এস আই মহিউদ্দিন রতন ঘটনাস্থল পরির্দশন করেন। তিনি বলেন,যে সিমে টাকা নেয় খোকন সেই সিম তার কাছে পাওয়া গেছে বিকাশে টাকা সহ।
Development by: webnewsdesign.com