হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮ নং সদর ইউপি’র গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮)কে মৃত অবস্থায় নবীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব তিমির পুর এম আর সি ব্রিক ফিল্ডের পাশে ধান খেত থেকে তার লাশ উদ্বার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৮ নং সদর ইউপি’র গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮) প্রতিদিনের মত গত শনিবার ব্যাটারী চালিত রিক্সা নিয়ে বাড়িতেকে বের হয়। ঐদিন রাত ৯ টার সময় ব্যাটারী চালিত রিক্সা চালানো অবস্থায় রিকশাসহ সে নিখোঁজ হয়।
পরে অনেক খুঁজাখুঁজির পর মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ -হবিগঞ্জ রোডের পূর্ব তিমির পুর এম আর সি ব্রিস ফিল্ড এর সংলগ্ন ধানের জমি হতে তার লাশ উদ্বার করা হয়।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে পরিদর্শন করেন নবীগঞ্জ – বাহুবল’র সার্কেল এএসপি পারভেজ আলম।
Development by: webnewsdesign.com