নবীগঞ্জে আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | ৬:৫৫ পূর্বাহ্ণ

নবীগঞ্জে আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’
apps

নবীগঞ্জ উপজেলা ২নং পূর্ব বড় ভাকৈর ইউ.পি শাখা, তালামীযে ইসলামিয়ার উদ্যোগে এবং নিউ লাইফ মেডিকেল ক্যাম্প ইন্সটিটিউটের পরিচালনায়। ১১ জানুয়ারি (শনিবার) কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসায়, সকাল ১১টা সময় মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

নিউ লাইফ সার্ভিস টিমের সভাপতি: ডাঃ গোলামুর রহমান মোস্তফা, ডাঃ মাওঃ হোসাইন আহমদ ইমন। এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, ডাঃ আশরাফুল ইসলামের দ্বারা গরীবও অসহায় মানুষদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এতে জনাব, বদরুল ইসলাম রুহেল সভাপতিত্ব ও আলী হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, ২নং ইউ.পি আল-ইসলাহ সভাপতি: জনাব মোঃ আব্দুল্লাহ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের অফিস সম্পাদক: মোঃ আব্দুল মুহিত রাসেল। প্রধান মেহমান জেলা তালামীযের সাধারণ সম্পাদক: মোঃ সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ তালামীযের সভাপতি: মোঃ শামসুল ইসলাম ও উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক: সাহিদ আলম।

উপস্থিত ছিলেন, কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট: জনাব মোঃ সামছুল হক ও সহ-সুপার জনাব, মাওঃ আব্দুল কাইয়ূম সহেব, বাহুবল আল-ইসলাহ সহ-সভাপতি ও সহকারী শিক্ষক জনাব, মোঃ আব্দুর রহিম, কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসার শিক্ষক জনাব, আব্দুল বারী সাহেব ও অত্র মাদরাসার সভাপতি: খালেদ মোশাররফ, আল-ইসলার সাধারণ সম্পাদক ও ২নং ইউপি নিকাহ রেজিস্ট্রার, কাজী গোলজার আহমদ। সাংগঠনিক সম্পাদক: ফয়েজ আহমদ, জেলা তালামীযের সদস্য, সাংবাদিক নাজমুল ইসলাম ও তাপস সুত্রধর, ২নং ইউ.পি ক্বারী সোসাইটির সভাপতি: ছালেক উদ্দিন। সাবেক সভাপতি: বদরুল আলম জয়েল, আব্দুল্লাহ ওমর, ২নং ইউ.পি তালামীযের সহ-সভাপতি বিল্লাল আহমদ, জাহাঙ্গীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মিছবা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক জুনেদ আহমদ, অফিস সম্পাদক মাহিদ হাসান, অর্থ সম্পাদক জুনু মিয়া, দিলোয়ার মিয়া, সুরুজ মিয়া, শৈলা শাখার সভাপতি হারুনুর রশিদ।

পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Development by: webnewsdesign.com