নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার সিএনজি শ্রমিকদের হামলায় আহত ৬

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৭:২৩ অপরাহ্ণ

নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার সিএনজি শ্রমিকদের হামলায় আহত ৬
apps

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে নানা বাড়ী বেড়াতে এসে সিএনজি শ্রমিকদের সন্ত্রাসী হামলায় সুনামগঞ্জের সোহানসহ ৪ জন আহত হয়েছেন।

জানা যায় সুনামগঞ্জ শহরের বাসিন্দা সোহান আহমেদ এর নানা বাড়ী নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে।
গতকাল শুক্রবার সকালে সোহান তার দুলাভাইকে নিয়ে মটর সাইকেলযোগে ইনাতগঞ্জ বাজারে আসেন। এ সময় ইনাতগনজ পূর্ব বাজার সিএনজি(অটোরিক্সা) ষ্টেন্ডে যানজটের সৃষ্টি হয়। এ সময় সোহান মটর সাইকেলের হর্ন বাজালে সিএনজি শ্রমিক ফয়ছল অকথ্য ভাষায় তাকে গালি দেয়। সোহান গালি দেয়ার কারন জান্তে চাইলে শ্রমিক ফয়ছল আরো বেপরোয়া হয়ে উঠে। দুজনের মধ্য বাকবিতন্ডা শুরু হলে শ্রমিক টিপু,সাদ্দাম,সালাম,সুজাত সহ ষ্টেন্ডের ১০/১৫ শ্রমিক ছুটে এসে সোহান ও তার দুলা ভাইর উপর হামলা চালায়। লোহার রড ও কাঠের টুকরো দিয়ে প্রকাশ্য ইনাতগঞ্জ বাজারে তাদের মারপিট করতে থাকে।

খবর পেয়ে সোহানের মামা জাহেদসহ অন্যরা ঘটনা স্থলে ছুটে গেলে তাদের উপরও হামলা চালায় শ্রমিকরা। হামলায় তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত হয়।

আহতরা হলেন সোহান আহমেদ(১৮),আবুল কালাম(২৫), জাহেদ আহমেদ(২৫), বদরুল আলম বধু(৩৫), সয়ফুল আলম(৩০)। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
আহত সোহান জানান, যানজট সৃষ্টি হলে আমি হর্ন বাজাই। এটাই আমার অপরাধ। শ্রমিকরা দলবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করেছে।

সিএনজি সংগঠনের সভাপতি শিমুল আহমেদ বলেন,আমি ঘটনার সময় এলাকার বাইরে ছিলাম। পরে জেনেছি।বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির এসআই এমরান হোসেন বলেন,বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছ।

Development by: webnewsdesign.com