দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপরে অবস্থিত বাজিতপুর ব্রিজের উপর থেকে কাপড়ে মোড়ানো মৃত অবস্থায় একটি নবজাতকর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার(১ মে) পথচারীরা কাপড়ে মোড়ানো মৃত অবস্থায় একটি নবজাতক এর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দুপুরে এসে মৃত নবজাতকের লাশ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, আজ সকাল ৮ টার দিকে পথচারীরা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজের পার্শ্বে লতাপাতা ও কাঠের খড়ি দিয়ে ঢাকানো কিছু একটা দেখতে পায়। পরে সেখানে গিয়ে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নবজাতকের লাশ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, কে বা কারা মৃত অবস্থায় এই মেয়ে নবজাতককে ব্রিজে ফেলে রেখে গেছে, তা জানা যায়নি। আলামত হিসেবে বাচ্চাটিকে মুড়িয়ে রাখা কাপড়,চটের বস্তা ও লতাপাতা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Development by: webnewsdesign.com