দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলা শাখা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে দায়িত্বভার অর্পন করেছেন কেন্দ্রীয় ও দিনাজপুর জেলা কমিটি।
গত ১৯ জানুয়ারী সূত্র নং- বিএনপি/সাধারণ/৭৬/২০২১/০৯ স্মারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করেছেন দিনাজপুরের জেলাধীন নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ১নং যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কে দায়িত্ব প্রদান করে বলে তথ্যটি নিশ্চিত করেছেন মোঃ তরিকুল ইসলাম।
ওই চিঠিতেই আরও উল্লেখ করেছেন এ জে এম শাহাবুদ্দিন সুজন কে নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ জে এম শাহাবুদ্দিন সুজন জানান, তিনি লিখিত পত্র পাননি।
Development by: webnewsdesign.com