নবাবগঞ্জে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হৃদয় (২৫) ও রিয়াদ (২৪)। শনিবার বিকালে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ভাওয়াডুবি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার এসআই তানভির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, হৃদয় বিলপল্লী গ্রামের জীবনের ছেলে ও রিয়াদ চরতুইতাল গ্রামের ইদ্রিস ব্যাপারীর ছেলে। তারা দুজন দীর্ঘাদন ধরে মাদক ব্যবসা করে আসছেন। আজ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, জিরো টলারেন্স নীতি নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
Development by: webnewsdesign.com