সোমবার সকাল ১১টায় হাকিমপুর পৌর নির্বাচনে পুনরায় নির্বাচিত পৌর মেয়র জামিল হোসেন চলন্তকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,সহ সভাপতি রবিউল ইসলাম সুইট,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেনসহ ক্লাবের সদস্যরা।
শুভেচ্ছা বিনিময় শেষে একান্ত আলাপকালে মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, হিলি রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের ব্যাবস্থা করে দুর দুরন্তের যাত্রীদের সুবিধা করা হবে যাতে করে ভারত যাতায়াত কারি যাত্রীরা অতি সহজে দেশের বিভিন্ন স্থান থেকে হিলি আসা যাওয়া করতে পারে। হিলিতে বিনোদনের স্থান নেই তাই সব বয়সের মানুষের জন্য পৌর পার্ক তৈরি করা হবে।
যানজটের ভোগান্তি নিরসনে একটি ট্রাক টার্মিনাল নির্মাণ করে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন,বর্ষা মৌসুমে পানির জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যাবস্থা নিয়ে কাজ চলমান রয়েছে, এ জন্য সাংবাদিকদের সার্বিক সহয়োগিতা চেয়েছেন।
Development by: webnewsdesign.com