নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৫০ অপরাহ্ণ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ
apps

 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রুমালী উপন্যাস নিয়ে সাত পর্বের ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। ওয়েব সিরিজটি নির্মাণ ও চিত্রনাট্য করবেন অরুণ চৌধুরী। অরুণ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, উপন্যাসটি নিয়ে কাজ করার আগ্রহ দেখালে হুমায়ূন আহমেদ ২০১০ সালের ২৩ এপ্রিল তাকে ভিডিও স্বত্ব দেন। সে বছর ৫২ পর্বের ধারাবাহিক নাটক তৈরি করেন তিনি। একই উপন্যাস থেকেই নির্মিত হচ্ছে ৪০ মিনিট ব্যাপ্তির ৭ পর্বের ওয়েব সিরিজ। ২০১০ সালে রুমালী উপন্যাস অবলম্বনে ৫২ পর্বের ধারাবাহিকে অভিনয় করেছিলেন সুবর্ণা মুস্তাফা, আফরান নিশো, আনিসুর রহমান মিলন, প্রভা, মৌটুসি বিশ্বাস, সারিকা প্রমুখ।

Development by: webnewsdesign.com