নদী সাঁতরে আড়াইলাখ ইয়াবা নিয়ে এল রোহিঙ্গারা

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৫:৫৭ অপরাহ্ণ

নদী সাঁতরে আড়াইলাখ ইয়াবা নিয়ে এল রোহিঙ্গারা
apps

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত সাড়ে ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় আইয়ুবের জোড়াখাল নামক স্থানে নাফ নদীর কিনারা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

 

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্যাটালিয়ন সদর দফতরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, রাতের অন্ধকারে মিয়ানমারের লালদ্বীপ এলাকা থেকে ৩ জন রোহিঙ্গাকে নদী সাঁতরে কূলে উঠতে দেখলে টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে ৩টি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তার ভেতর হতে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com