নদী থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ১:৫৭ অপরাহ্ণ

নদী থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
apps

মাগুরার শালিখা উপজেলার চিত্রা নদী থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বুনাগাতী সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

শালিখা থানার ওসি তরিকুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় মরদেহটি পুলিশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অন্য কোনো এলাকা থেকে মরদেহটি ভেসে এসেছে। এতে পচন ধরায় ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগে তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com