নতুন সিনেমায় এক সঙ্গে নিরব-বুবলী

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ৩:৪৩ অপরাহ্ণ

নতুন সিনেমায় এক সঙ্গে নিরব-বুবলী
apps

নতুন আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক নিরব। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মাণ হবে সিনেমাটি। ‘চোখ’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করবেন ফিল্মপাড়ার রহস্যময়ী চিত্রনায়িকা শবনম বুবলী।

বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, নিরব-বুবলীর সঙ্গে জিয়াউল রোশানও অভিনয় করবেন ‘চোখ’ সিনেমায়। শুধু এটাই না, চলচ্চিত্রের উন্নয়নে একশ সিনেমা নির্মাণ করব আমি। ধীরে ধীরে সেগুলো জানতে পারবেন।

‘চোখ’ সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি। ফেব্রুয়ারিতেই ক্যামেরা ওপেন হবে। আমার চরিত্রটিকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়ে যাবে।

এর আগে বুবলীর সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করেছিলেন নিরব। সিনেমাটি নির্মাণ করেছিলেন সৈকত নাসির। ফের বুবলীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আবার তার সঙ্গে জুটি বেধে প্রত্যাশা বেড়ে গেছে। আশা করি দারুণ কিছু হবে।

Development by: webnewsdesign.com