ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে দেয়া হয়েছে পিকআপ। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে গাড়ি পাওয়া বিষয়টি নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু। এর আগে সোমবার সিলেট রিজিয়নের পুলিশ সুপার সুপার মোহাম্মদ শহিদ উল্লাহ্ খাঁটিহাতা হাইওয়ে থানাকে একটি পিকআপ প্রদান করে।
খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকার জনগণের জানমালের নিরাপত্তা এবং অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধিসহ নানা সুবিধার্থে নতুন পিকআপটি হস্তান্তর করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু চাবি ও গাড়িটি গ্রহণ করেন।
এসময় সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শহিদ উল্লাহ্সহ জেলা ও উপজেলার পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লখ্য, মার্চ মাসে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভের নামে দেশের বিভিন্ন স্থানে তান্ডব চালিয়েছে হেফাজতের কর্মীরা। এই তান্ডবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা পুলিশ লাইন, জেলা পরিষদ ভবন, আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে খাঁটিহাতা হাইওয়ে থানায় আগুন দেয় তারা।
এই আগুনে হাইওয়ে থানার ব্যবহ্ত গাড়ি রেকার ও থানা পুড়ে ছাই হয়ে যায়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ দীর্ঘদিন ধরে পুরানো ও জরাজীর্ণ গাড়ি নিয়ে থানার কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এতেকরে গাড়ির বিভিন্ন সমস্যার কারণে কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি হতো। গাড়িটি পাওয়ার পর আর সে সমস্যদূর হল।
Development by: webnewsdesign.com