নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এক নারীর মৃত্যু

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ৪:২৬ অপরাহ্ণ

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এক নারীর মৃত্যু
নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এক নারীর মৃত্যু
apps

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মলিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মলিনা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরিমিঠাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় ডেঙ্গু জ্বর নিয়ে মলিনা নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির এক ঘণ্টা পর তিনি মারা যান । সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, এ মওসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলায় ৯৭৭জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৩ জন।ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসাপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে নড়াইল সদর হাসপাতালে আটজন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ভর্তি আছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Development by: webnewsdesign.com