নড়াইলে গোসল করতে যেয়ে নিখোঁজ আশিকুর রহমানের লাশ একদিন পরে নবগঙ্গায় মিলল

রবিবার, ২৮ মে ২০২৩ | ৯:৩৮ অপরাহ্ণ

নড়াইলে গোসল করতে যেয়ে নিখোঁজ আশিকুর রহমানের লাশ একদিন পরে নবগঙ্গায় মিলল
নড়াইলে গোসল করতে যেয়ে নিখোঁজ আশিকুর রহমানের লাশ একদিন পরে নবগঙ্গায় মিলল
apps

নড়াইলের নড়াগাতিতে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক আশিকুর রহমান খান (২৮) এর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রোববার (২৮ মে) ভোরে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাট থেকে নিখোঁজের লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে তারা
লাশটি বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির কাছে হস্তান্তর করে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে শাহজাহান খান নামে এক নৌকার মাঝি নদীতে নিখোঁজ যুবক আশিকুর রহমান খানের মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করে তা নৌ-পুলিশ এর কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, ভোরে লাশটি পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। নিখোঁজের জায়গা হতে ১শ গজের মধ্যেই লাশটি পাওয়া যায়। যথাযথ আইনি পক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে নড়াগাতি থানার মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন নবগঙ্গা নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আশিকুর খান। সে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া গ্রামের মোঃ আছির খানের ছেলে।

Development by: webnewsdesign.com