ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত রিপন গাজী (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশ। গ্রেফতারকৃত রিপন গাজী (২৮) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন যোগানীয়া গ্রামের মোঃ আলম গাজীর ছেলে ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সকালে দিকে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের জনৈক রঞ্জন বিশ্বাস এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
গোপন ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শিশির কুমার ঘোষ ও এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রিপন গাজী (২৮) কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামির নিকট থেকে তেতাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে লোহাগড়া থানা পুলিশের অভিযানে পাঁচ বছর কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত একজন আসামি গ্রেফতার। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (৬ মে)’ রাতে ডাকাতি মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ সালাম সরদার কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ সালাম সরদার নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা গ্রামের সামাদ সরদার এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com