নকল বৈদ্যুতিক তার তৈরী করায় এবি কেবলস কে দুই লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ | ৭:১২ অপরাহ্ণ

নকল বৈদ্যুতিক তার তৈরী করায় এবি কেবলস কে দুই লাখ টাকা জরিমানা
apps

রাজশাহীর পুঠিয়ায় নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে এবি কেবলস কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান মারুফ জানান, পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় এবি কেবলস নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বুদ্ধদেব নকল তৈরি করছিল ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে বিআরবি কেবলস এর ৩০০০ গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়েছে। এই সময় কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Development by: webnewsdesign.com