যেভাবেই হোক, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পাকিস্তানে ফিরিয়ে আনতে চান দেশটির প্রধানন্ত্রী ইমরান খান। এই ব্যাপারে সম্ভাব্য সব ব্যবস্থাই নিতে তৈরি তার সরকার।শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এমনকী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলবেন বলে জানান। খবর এনডিটিভির।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমার ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাকে (নওয়াজ শরিফকে) ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। এমনকী আমাকে যদি বরিস জনসনের কাছেও যেতে হয়, তা-ই করব।ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন প্রধানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এমন জোর দিয়ে কথা বলছেন গত সপ্তাহে ব্রিটিশ কর্মকর্তারার কারো ‘ঘরোয়া রাজনীতি’তে নিজেদের জড়াবেন না বলে জানানোর পর থেকে।
গত এক মাস ধরে শরিফের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুতে সই করতে ব্রিটেনকে রাজি করানোর চেষ্টা করছে পাকিস্তান। তবে ব্রিটেন তাদের সে অনুরোধে পাত্তা দিচ্ছে না।নওয়াজ শরিফের বিদেশ গমনের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। গত মাসে ইমরান খানের সরকার তাকে লন্ডন যাওয়ার অনুমতি দেয়ায় ইসলামাবাদের হাইকোর্ট সরকারকে ভর্ৎসনা করে এবং নওয়াজ শরিফের দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেয়।
Development by: webnewsdesign.com