নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির নাম মো. ইব্রাহিম। তিনি সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র বলছে, বুধবার দিবাগত রাতে ইব্রাহিম সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে যান। বৃহস্পতিবার ভোরে তিনি একজোড়া মহিষ নিয়ে ফেরার পথে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করে গ্রামবাসী।
ঘটনাটি ২২৮ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫’শ গজ ভারতের ভেতরে ঘটেছে। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি বিজিবি।
বিজিবি নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম জানান, ঘটনাটি তারা সকাল থেকে লোকমুখে শুনছেন। তবে সত্যতা এখনো নিশ্চিত হতে পারেননি। প্রকৃত ঘটনা জানতে বিএসএফের সঙ্গে তারা যোগাযোগ করছেন বলে জানান তিনি।
Development by: webnewsdesign.com