নওগাঁয় রুমিয়া নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের নবীন বরণ

শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ | ৫:২৯ অপরাহ্ণ

নওগাঁয় রুমিয়া নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের নবীন বরণ
apps

নওগাঁয় রুমিয়া নার্সিং ইনস্টিটিউট নওগাঁ, শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার অডিটোরিয়াম হলরুমে ৪০ জন্য নতুন শিক্ষার্থীদের বরন এবং শপথ পাঠ করানো হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান,রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের ব্যাবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন, পরিচালক অন্তরা, চেয়ারম্যান ডাঃ ময়নুই হক মুকুল, সহ সভাপতি এম এ মজিদ মাসুদসহ প্রমুখ।

পরে নতুন শিক্ষার্থীদের ব্যাচ, ফুল এবং উত্তরীয় পরিয়ে শিক্ষার্থীদের বরন করেন অতিথিরা। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের পাশাপাশি পুরাতন শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com