নওগাঁর রাণীনগরে মানসিক রোগীর ভাসমান লাশ উদ্ধার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | ২:৫২ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে মানসিক রোগীর ভাসমান লাশ উদ্ধার
apps

নওগাঁর ছোট যমুনা নদী থেকে লাইলি (৭০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ছোট যমুনা নদীর রানীনগর উপজেলার বেতগারী মুক্তিযোদ্ধা সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লাইলি বদলগাছি উপজেলার বেগুনবাড়ি গ্রামের শরীফ উদ্দিনের স্ত্রী।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, লাইলি মানসিক ভারসাম্যহীন ছিলেন।গত ২০ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

Development by: webnewsdesign.com