নওগাঁর রানীনগরে একটি পুকুরে ভাসমান তেলের ব্যারেলের ভিতর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানায়, স্থানীয়রা সকাল ১০টায় স্থানীয়রা একটি পুকুরে ভাসমান তেলের ব্যারেলে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রোববার রাতে দূবৃত্তরা অজ্ঞাত ওই যুবককে হত্যা করে খালি তেলের ব্যারেলে ভরিয়ে রাস্তার পাশের একটি পুকুরে ফেলে যায়। এছাড়াও প্যান্ট শার্ট পরিহিত ওই যুবকের মৃতদেহের বেশ কয়েক যায়গায় আঘাতে চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯
Development by: webnewsdesign.com