নওগাঁয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শিবিরের র‌্যালি

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ৪:৫৭ অপরাহ্ণ

নওগাঁয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শিবিরের র‌্যালি
apps

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় শহরের কাজীর মোড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রশিবিরের নওগাঁ জেলার সভাপতি সারোয়ার হোসাইন, জেলা সেক্রেটারী আব্দুর রাকিবসহ জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

সভাপতি সারোয়ার হোসাইন বলেন, এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে তারা সেখানে সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে।

 

Development by: webnewsdesign.com