নওগাঁয় ইটভাটায় পড়েছিল টমটম চালকের গলা কাটা মরদেহ

সোমবার, ২২ মে ২০২৩ | ১:০৩ অপরাহ্ণ

নওগাঁয় ইটভাটায় পড়েছিল টমটম চালকের গলা কাটা মরদেহ
নওগাঁয় ইটভাটায় পড়েছিল টমটম চালকের গলা কাটা মরদেহ
apps

নওগাঁয় এক ব্যাটারিচালিত টমটম চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ মে) নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করছেন। এর আগে একই দিন সকাল ১০টায় নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকার আজাদের ইটভাটার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে অতুল কুমার সরকার (৪০)। ওসি ফয়সাল জানান, অতুল পেশায় টমটম চালক। প্রতিদিনের মতো রোববার বিকেলে টমটম নিয়ে নওগাঁ শহরে আসে। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। সোমবার সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Development by: webnewsdesign.com